স্বাধীনদেশ টেলিভিশন

চসিকে দুর্নীতির কোন সুযোগ নেই: সুজন

দুর্নীতি বড় হোক আর ছোটই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।

শনিবার(৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চিটাগাং জার্নালিস্ট ফোরাম আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

এসময়, চট্টগ্রাম বন্দরকে সিটি কর্পোরেশনের যানজটের মূল বাধা বলে উলে­খ করেন তিনি। খোরশেদ আলম সুজন বলেন, বন্দরকে আইন মেনে নিয়ম অনুযায়ী পরিচালিত হতে হবে। রাস্তা-ঘাট সংস্কারকে গুরুত্ব দিয়ে আগামী বছরের মধ্যে একে একে সিটি কর্পোরেশনের সব সমস্যা সমাধান করা হবে। আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে দল সুযোগ দিলে অংশগ্রহন করবেন বলেও সাংবাদিকদের একথা জানান চসিক প্রশাসক।

গত ৫ আগস্ট পূর্ণ মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন নির্বাচিত চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ শূন‌্য ঘোষণা করে।

নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে নির্বাচন না হওয়ায় সরকারি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি, ত্যাগী আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।

আরো সংবাদ