স্বাধীনদেশ টেলিভিশন

২০১৬ সালের নির্বাচনে জয়ী হতে ট্রাম্পকে সহায়তা করেছিল রাশিয়া

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেছিল রাশিয়া।

মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির প্রকাশিত পঞ্চম এবং চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট গোয়েন্দা কমিটি জানায়, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ করতে সব ধরণের চেষ্টা চালিয়েছিল ক্রেমলিন।

এক্ষেত্রে উইকিলিকস গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল যা প্রতিষ্ঠানটি জানত বলে মনে করা হচ্ছে। ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক এবং একাউন্ট হ্যাক করে হিলারি ক্লিনটনের প্রচারণা সম্পর্কে তথ্য ফাঁস করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

নির্বাচনে ট্রাম্পের প্রচারণা বিভাগের সাবেক প্রধান পল ম্যানাফোর্ট রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করেছিল।

আরো সংবাদ