স্বাধীনদেশ টেলিভিশন

প্রশাসক হয়েও পুলিশ প্রটোকল ছাড়াই ঘুরছেন তিনি

ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ তদারকিতে হঠাৎ তিনি হাজির। নগরীর কোথাও অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে, সেখানেও হাজির তিনি। এ রকম নানা ঘটনায় সশরীরে ঘটনাস্থলে হাজির হয়ে অন্যায়ের বিরুদ্ধে দিচ্ছেন হুঁশিয়ারি। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। তার এমন তৎপরতায় আশা জাগছে নগরবাসীর মনে। চলছে এরকম অভিযান। কখনো ভাঙ্গা রাস্তা মেরামত কাজের তদারকি, কখনো স্থাপনা ভেঙে অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

খোরশেদ আলম সুজন নগরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘গৃহস্থালী জিনিস ফেলবেন না। ডোর টু ডোর আমাদের কর্মী আছে। আপনার জমা করে রাখবেন, বিন দেয়া হয়েছে। আপনাদের থেকে ময়লা নিয়ে আসবে।’

গেল ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর খানাখন্দে ভরা পোর্ট কানেক্টিং সড়কটি যান চলাচলের উপযোগী করার আল্টিমেটাম দেন খোরশেদ আলম সুজন। তিনি জানান, ‘যেগুলো ভুলভাবে হয়েছে, বিধিসম্মতভাবে হয়নি একটাও গ্রহণ করা হবে না। এমনকি কোন প্রকল্প যদি বৈধভাবে রাস্তার ওপর বা ফুটপাথের করা হয়ে থাকে আমি এটা সহ্য করবো না।’

নতুন প্রশাসকের এমন তৎপরতায় খুশি নগরবাসী। বলছেন বদলে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা।

প্রশাসক খোরশেদ আলম সুজন বলছেন তার চেষ্টাও পরিবর্তনের। তিনি আরো বলেন, ‘আমি এই শহরকে বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার জন্য বেশি কিছু করতে না পারলেও সূচণা করে দিয়ে যাবো। আমি ভালো কিছু চারা রোপণ করে যাবো, পরবর্তীতে যারা আসবে তারা যেন এখান থেকে ভালো ফল পেতে পারে।’

কাজে যোগ দেয়ার শুরুতে একযোগে ৪১ ওয়ার্ডের সবিচসহ বিভিন্ন পদে ৮০ জনকে বদলির নির্দেশ দেন তিনি।

আরো সংবাদ