স্বাধীনদেশ টেলিভিশন

রাঙ্গুনিয়ার সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সিএনজি অটোরিকশার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. জোবায়েদ (১৬) উপজেলার শিলক ইউনিয়নের নতুন রাস্তারমাথা এলাকার মোস্তাক তালুকদারের ছেলে।

জোবায়েদ পরিবারের সাথে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং চন্দ্রঘোনা গ্রীন মডেল স্কুলের দশম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

জানা যায়, সিএনজি অটোরিকশাটি লিচুবাগান থেকে আসার পথে ইউনুছিয়া মাদ্রাসা গেইট এলাকা থেকে যাত্রীর জন্য দাঁড়িয়েছিল। অন্যদিকে মোটর সাইকেল চালিয়ে মরিয়মনগরের দিক থেকে আসছিল জোবায়েদ। দ্রুতগতিতে চালিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর জন্য অপেক্ষমাণ সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে মুখোমুখি ধাক্কা দেয় সে। এতে মোটর সাইকেল আরোহী জোবায়েদের গলা কেটে গিয়ে গুরুতর জখম হয়।

অন্যদিকে সিএনজি অটোরিকশা চালক ও তিন যাত্রীও গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে জোবায়েদ ও সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে জোবায়েদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলটি জব্দ করেছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ