স্বাধীনদেশ টেলিভিশন

রাঙ্গুনিয়ায় উদ্বোধন করা হলো ‘মানবতার ঘর’

 “নিয়ে যান আপনার প্রয়োজনীয় জিনিসটি, আর্তমানবতার সেবায় রেখে যান আপনার অপ্রয়োজনীয় জিনিসটি” এ স্লোগান নিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় যাত্রা শুরু করেছে ‘মানবতার ঘর’ নামে ব্যতিক্রমী একটি উদ্যোগ।

এ ঘরে সমাজের হৃদয়বান ব্যক্তিদের যে কেউ তার অপ্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রেখে যাবেন এবং দরিদ্র মানুষরা সেখান থেকে তার প্রয়োজনীয় সামগ্রীটি সংগ্রহ করবেন।

“ইমাম আ’লা হযরত স্মৃতি সংসদ” নামে একটি সংগঠন ব্যতিক্রমী এই কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে ইছাখালী আদিপুর এলাকায় স্থাপিত এই “মানবতার ঘর” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইছাখালী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর কবির রাজু, আদিলপুর সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ব্যবসায়ী রেজাউল করিম, আমির হোসেন, সংগঠনের সভাপতি তৌছিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত আকবর, প্রচার সম্পাদক শাহজাহান ভূইয়া, অর্থ সম্পাদক শারফুদ্দিন শিবলী প্রমুখ।

উদ্বোধনকালে স্থানীয় বেশ কিছু ছিন্নমূল মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

“মানবতার ঘর” প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে শীতার্ত ও ছিন্নমূল মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে এই ঘর স্থাপন করা হয়েছে। উদ্দেশ্য বাস্তবায়নে সমাজের বিত্তশালী ও সকল স্তরের মানুষদের একান্ত সহযোগিতা কামনা করছেন আলা হযরত স্মৃতি সংসদের সদস্যরা।

আরো সংবাদ