স্বাধীনদেশ টেলিভিশন

কক্সবাজারে সিনহা হত্যার পর দ্বিতীয় ‘বন্দুকযুদ্ধ’, রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি থ্রি কোয়ার্টার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, আত্মরক্ষার্থে ছোড়া পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও নিহত একজন মাদক কারবারি এবং রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‍্যাব।

গত ৩১ জুলাই পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো।

এর আগে টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে একজন রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে লোথোরঘোনা পাহাড়ে যায় র‌্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ