স্বাধীনদেশ টেলিভিশন

নতুন বছরে ফাইজারের ৩০ লাখ ডোজ পাচ্ছে সৌদি

আগামী ২০২১ সালের মে মাসের মধ্যে ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার ৩০ লাখ ডোজ পাবে সৌদি আরব। আল আরাবিয়্যাহ টেলিভিশনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

 প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সৌদি আরবকে করোনা টিকার ১০ লাখ ডোজ দেবে ফাইজার/বায়োএনটেক। বাকি ২০ লাখ ডোজ মে মাসের মধ্যে দেওয়া হবে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অন্যান্যদের টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেবে দেশটির কর্মকর্তারা।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বিস্তারিত পর্যালোচনা শেষে ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনা টিকা নিবন্ধনের অনুমতি দেয়।

আরো সংবাদ