স্বাধীনদেশ টেলিভিশন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলি বিনিময়ে নিহত ১, আহত ২৩

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ২৩ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের চাকমারকুল ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছেন, আরও ২৩ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পের গুলি বিনিময়ের ঘটনায় ক্যাম্পের পাশ্ববর্তী বসবাসরত স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান জানান, রোববার ভোরে গুলি বিনিময়ের পর অনেকেই ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। আবারও রোহিঙ্গা দুই ডাকাত গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ