স্বাধীনদেশ টেলিভিশন

সৌদি বাদশার উপহার পেল ৫৫০ পরিবার

বাংলাদেশের জনসাধারণ ও আশ্রিত রোহিঙ্গাসহ মোট ৩০ হাজার  হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার ও সৌদি দূতাবাসের যৌথ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রাম ২০২০ এর আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৫৫০ হতদরিদ্র পরিবার ও ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এই মানবিক উপহার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদি দূতাবাসের ফিন্যান্স, কালচার ও রিলিজিয়ন বিষয়ক প্রধান আহাম্মদ হাসান হামদী, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কি সায়িদ আল গামেদী, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির উদ্দীন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর মহাসচিব অহিদ সিরাজ স্বপন ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী আলহাজ জয়নাল আবেদীন, এরফান আলী ভূঁইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দীন, নাজিম উদ্দীন দুলু , মেসবাহ উদ্দীন প্রমুখ।

উপহারসামগ্রী বিতরণের পুরো কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

আরো সংবাদ