স্বাধীনদেশ টেলিভিশন

দুই ম্যাচ নিষিদ্ধ মেসি

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড প্রাপ্তির শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে এ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড অসিয়ার ভিয়ালিব্রের সাথে অশোভন আচরণের অভিযোগে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন মেসি।

ম্যাচে বিলবাও ৩-২ গোলে জয়ী হয়ে শিরোপা জয় করে। বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ১৬ বছরে ৭৫৩ ম্যাচ খেলা মেসির এটাই প্রথম লাল কার্ড প্রাপি। এর আগে অবশ্য আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে তিনি দুটি লাল কার্ড পেয়েছিলেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ীকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির বিপক্ষে অবশ্য আপীলের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপের আগে লিগ ম্যাচে সেভিয়ার সাথে থাইয়ের সমস্যায় পড়েছিলেন মেসি। কিন্তু তা সত্বেও সুপার কাপের পুরো ১২০ মিনিটই মাঠে থাকতে হয়েছে মেসিকে। বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান অবশ্য বলেছেন মেসির সাথে আলোচনা করেই তাকে পুরো ম্যাচ খেলানো হয়েছে। ৩৩ বছর বয়সী মেসি শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে ভিয়ালিব্রের সাথে অশোভন আচরণ করেছেন।

দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মেসি বৃহস্পতিবার কোপা ডেল রে’তে তৃতীয় টায়ারের দল করনেলার সাথে এ্যাওয়ে ম্যাচে ও রোববার লা লিগায় এলচের বিপক্ষে খেলতে পারবেন না।

আরো সংবাদ