স্বাধীনদেশ টেলিভিশন

ছয় বছরে যা হয়নি প্রশাসক সুজন ৬ মাসে তা করে দেখিয়েছেন : নওফেল

গত ৬ বছরে যা হয়নি সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন মাত্র ৬ মাসে তা করে দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে নগরের লালদিঘী পার্কে সিটি করপোরেশন আয়োজিত জোৎস্না উৎসবে প্রধান অতিথির বক্তব্যে নওফেল এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, প্রশাসক যেভাবে অল্প সময়ে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী তা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি এই ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রশাসক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে জোৎস্না উৎসবে রাজনীতিক, কবি-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। জোৎস্না রাতের অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরতে গিয়ে কেউ কেউ হয়ে পড়েন নস্টালজিক, স্মৃতিকাতর।

অন্যান্যের মধ্যে জোৎস্না রাতের স্মৃতিচারণ করেন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আলেক্স আলীম, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, করপোরেট ব্যক্তিত্ব তানভির শাহরিয়ার রিমন, সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

আরো সংবাদ