স্বাধীনদেশ টেলিভিশন

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল তার কফিনে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, দেবপ্রিয় বড়ুয়া, সিদ্দিক আহম্মদ, আবু বকর ও মিলন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল কাদের চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ইলিয়াস চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন তালুকদার প্রমুখ।

জানাজা নামাজ শেষে তাকে পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১১ টায় আকস্মিক হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ইন্তেকাল করেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পায়ে হেঁটে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের দেমাগ্রিতে ট্রেনিংয়ে অংশ নেন তিনি। ট্রেনিং শেষে দেশকে পাকহানাদারমুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

সম্মুখ সমরে অংশ নেওয়ার পাশাপাশি বহু দুঃসাহসিক অপারেশন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম। দীর্ঘদিন পদুয়া ইউনিয়ন পরিষদের মেম্বারের দায়িত্ব পালনের সময় তিনি জনকল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।

আরো সংবাদ