স্বাধীনদেশ টেলিভিশন

সুখবর টাইগারদের, ছিটকে গেলেন উইলিয়ামসন

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যেকার সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কিউইরা। ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

আজ মঙ্গলবার (৯ মার্চ) ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই অধিনায়ক। বাম কনুইয়ের টেন্ডনে ছোট একটি চিড় ধরা পড়েছে কিউই অধিনায়কের। যা তাকে গত কয়েকদিন ধরেই বেশ ভোগাচ্ছে।

সেই ইনজুরির কারণেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আর টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা আগেই কম ছিলো। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম থেকেই অংশ নিতে পারেন উইলিয়ামসন জানা গেছে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনাক কম।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন দলের নিয়মিত অধিনায়ক। কিউই কোচের ভাষ্য, ‘উইলিয়ামসন দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।

আরো সংবাদ