স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে একদিনে ২০০ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২০০ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৬৯ জন নগরের ও ৩১ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (২০ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৭ হাজার ৪৪০ জনের মধ্যে ২৯ হাজার ৬১০ জন নগরের ও ৭ হাজার ৮৩০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন; এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

শেভরণে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।

আরো সংবাদ