স্বাধীনদেশ টেলিভিশন

করোনা: ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ব্রাজিলে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্তের পর প্রাণ হারিয়েছে। চলমান মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দেশটি।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জনের।

এখন পর্যন্ত ব্রাজিলে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন এক কোটি ছয় লাখ এক হাজার ১৫৮ জন।

আজ বুধবার (২৪ মার্চ) করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের তথ্যঅনুযায়ী গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ১৫৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ৮৪ হাজার ৯৯৬ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

আরো সংবাদ