স্বাধীনদেশ টেলিভিশন

বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৫

নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীর কাটাখালীতে বাস এবং মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। তারমধ্যে ১১ জনই মাক্রোবাসের যাত্রী।

এছাড়া আরো কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো চারজন মারা যান। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ চারজন নারী এবং দুইজন শিশুর লাশ চিহ্নিত করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল।

অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস এবং মাইক্রোবাস ও লেগুনাটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আরো সংবাদ