স্বাধীনদেশ টেলিভিশন

প্রবাসীর ২৬ ভরি স্বর্ণ আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরে একজন ওমান প্রবাসীর ২৬ ভরি স্বর্ণ কেনার নামে আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

এরা হলেন- মোহাম্মদ রাসেল (২৫), তাজউদ্দিন তাজু (২২) এবং মোহাম্মদ হাসান (২২)।

বুধবার (৩১ মার্চ) পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, চট্টগ্রাম নগরী, হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ আত্মসাতকারী তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাইভেটকারসহ ২২ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণালঙ্কার বিক্রয় করা নগদ ২ লাখ ২৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আতিকুল্লাহ এনাম নামের এক প্রবাসী গত ২১ মার্চ ওমান থেকে দেশে আসেন। আসার সময় পরিবার-পরিজনের জন্য ২৬ ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে আসেন। পূর্ব পরিচয় সূত্রে রাউজানের মাঝিপাড়া মো. রাসেল ওই স্বর্ণালঙ্কারগুলা প্রতি ভরি ৭৫ হাজার টাকা ভরি দরে কিনতে আগ্রহ প্রকাশ করেন।

প্রবাসী এনাম সরল বিশ্বাসে স্বর্ণালঙ্কারগুলি রাসেলের নিকট বিক্রি করতে রাজি হলে গত ২৭ মার্চ দুপুরে ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে রাসেলের সঙ্গে দেখা করে স্বর্ণ দিয়ে টাকা নিতে আসেন। এই সময় রাসেল এবং তার অপর দুই সহযোগী কৌশলে ওই ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণগুলো নেন এবং পরবর্তীতে একটি দোকানে গিয়ে টাকাগুলো প্রদান করবে বলে জানান।

এভাবে কৌশলে একটি প্রাইভেটকারে উঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ গাউছিয়া আবাসিক এলাকাস্থ রেল বিটের কালভার্টের সামনে গাড়ি থামায়। স্বর্ণ কেনার ১৯ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান না করে পরে দিবে বলে আসামিরা জানায়। এভাবে ২-৩ দিন বিভিন্ন তালবাহানায় এনামকে ঘুরিয়ে স্বর্ন কেনার টাকা প্রদান না করে এনামকে ভয়-ভীতি দেখায় এবং স্বর্ণের টাকা চাইলে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পাঁচলাইশ থানা পুলিশ।

আরো সংবাদ