স্বাধীনদেশ টেলিভিশন

রাউজানে প্রবাসীর ঘরে চুরির চেষ্টা, যুবককে গণধোলাই

চট্টগ্রামের রাউজানে প্রবাসীর ঘরে চুরি করতে যাওয়া এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

শনিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মইশকরম এলাকার আমান উল্লাহ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. আব্দুল মান্নান (২১) উরকিরচর ইউনিয়নের আতর আলী সারাং বাড়ির মৃত শফিউল আলমের ছেলে।

এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগম রাউজান থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমি মাগরিবের নামাজ পড়তে রুমে প্রবেশের সময় আমার চার মেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করে উঠে। এসময় ছোরা নিয়ে আমাকে মারতে দৌঁড়ে আসে চোর।

‘সে আমার ওড়না দিয়ে গলা চেপে ধরে মেয়েদের চিৎকার করতে নিষেধ করে। আমি চোরের হাতে থাকা ছোরা ছিনিয়ে নিতে গেলে সে আমার হাতে কামড় দিয়ে পালাতে চেষ্টা করে। আমি শোর-চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে।’ বলেন মরিয়ম।

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল বলেন, গতকাল রাতে চোরকে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। সে ভয়ভীতি প্রদর্শন করে ফিল্মি স্টাইলে চুরি করার চেষ্টা করে।

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, গ্রেপ্তার মান্নানের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা হয়েছে। আজকে দুপুরে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ