স্বাধীনদেশ টেলিভিশন

দেশে ছুটিতে আসা প্রবাসীদের টিকা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী শ্রমিকদের কোভিড-১৯ টিকার দুই ডোজ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।  

মঙ্গলবার (২২ জুন) নগরের আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের হাতে স্মারকলিপি দেন তারা।

 
স্মারকলিপিতে তিনটি দাবি রয়েছে- সুরক্ষা অ্যাপ চালু করে প্রবাসীদের নিবন্ধনের আওতায় আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পাসপোর্ট  ও বৈধ ভিসার ভিত্তিতে নিবন্ধন এবং জরুরি ভিত্তিতে দুই ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা।  
স্মারকলিপিতে বলা হয়েছে- কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে বিদেশগামী প্রবাসীদের ৩ নম্বরে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কিন্তু ৩ দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করেও প্রবাসীরা টিকার বিষয়ে সমাধান পাচ্ছি না।  
প্রবাসীরা জটিলতা ছাড়া কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

   
স্মারকলিপি দেন দুবাই প্রবাসী ইয়াসিন চৌধুরী, মো. নেওয়াজ, রেজাউল করিম, মো. রুবেল প্রমুখ।  

আরো সংবাদ