স্বাধীনদেশ টেলিভিশন

রাঙ্গুনিয়ায় ১০ হাজার গাছের চারা বিতরণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনজ, ফলদ ও ওষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দশ হাজার গাছের চারা বিতরণ করেছে সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশন।

রোববার (২৭ জুন) সকালে পদুয়া ইউনিয়নের দশমাইল মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন পরিবর্তনের নায়ক হিসেবে কৃষি এওয়ার্ড প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ।

পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ব্যবস্থাপনায় গাছের চারাগুলো আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বদিউজ্জামান বদিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় এরশাদ মাহমুদ বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু আমরা নানা কাজে গাছ কাটি। তারপর আর লাগাই না। তাই পরিবেশের ভারসাম্যতা রক্ষা ও ক্রমবর্ধমান বৃক্ষের ঘাটতি পূরনের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুুরো উপজেলাকে সবুজ করে তুলতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

আরো সংবাদ