স্বাধীনদেশ টেলিভিশন

টিকা নিয়েও সস্ত্রীক করোনায় আক্রান্ত আনোয়ারার স্বাস্থ্য কর্মকর্তা

মহামারী করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই প্রধান কর্মকর্তা নিজেই করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার তথ্যটি জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, শরীরে জ্বর জ্বর ভাব অনুভব হলে গত শনিবার করোনাে নমুনা টেস্ট দিয়েছিলা। পরদিন রবিবার রিপোর্ট হাতে পাই। এতে পজেটিভ এসেছে। তাছাড়া রবিবার আমার স্ত্রীর নমুনা পরীক্ষাতেও করোনা পজেটিভ ধরা শনাক্ত হয়েছে।

তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন জানিয়ে বর্তমানে স্বপরিবারে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান।

পরিপূর্ণ সুস্থ হয়ে করোনাকালীন সময়ে রোগীদের সেবাই পুনরায় নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে দোয়া কামনা করেছেন এ চিকিৎসক।

উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার প্রথম টিকা নেন তিনি। পরে দ্বিতীয় ডোজ টিকাও নিয়েছিলেন। টিকা নেওয়ার আড়াই মাসের মাথায় তিনি করোনা আক্রান্ত হন।

আরো সংবাদ