স্বাধীনদেশ টেলিভিশন

প্রণোদনা বন্ধ করে করে হলেও বিমানবন্দরে র‍্যাপিড টেষ্ট ল্যাব করা হোক – চায় প্রবীণ রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ

সংযুক্ত আরব আমিরাতের প্রবীণ রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ স্বাধীনদেশটিভি কে পাঠানো এক লিখিত বক্তব্যে জানান দীর্ঘদিন আমিরাত প্রবাসীরা দেশে আটকে পড়েছেন।ভিসিট ভিসা চালু হলেও বিমান বন্দরে দ্রুত করোনা টেস্ট ল্যাব না থাকায় এইসব প্রবাসীরা পুনরায় তাদের কাজে ফিরতে পারছেন না।বর্তমানে তাদের অনেকের ভিসা শেষ হয়ে গেছে,অনেকের চাকুরী থেকে বাদ পড়ে যাচ্ছে।নূর মোহাম্মদ বলেন অনেক চেষ্টা করে প্রবাসীদের জন্য ২% প্রনোদনা সরকার থেকে পাশ করানো সম্ভব হয়েছিল। ফলে হুন্ডি’র ব্যবহার অনেক কমে গিয়ে দেশের রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ ৪৮.৪ বিলিয়ন ডলার।একটি সময় হ্যানরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন Bottomless basket তার এই মন্তব্য কে মিথ্যা প্রমানিত হয়ে। দেশের চলমান রেমিটেন্সের স্রোতের ধারাবাহিকতায় চলিত মাসেই দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছে প্রবাসীরা।আইএমএফ,ওয়ার্ল্ড ব্যাংক বর্তমানে স্বীকার করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ এখন Basket with botom of Diamond। অবশ্যই সরকারী হিসাবে এই কৃতিত্ব সিংহভাগ প্রবাসীদের।কিন্তু সেই প্রবাসীদের প্রায় ৫০ হাজার রেমিট্যান্স যোদ্বা আজ বিমান বন্দরে করোনা টেষ্ট ল্যাব এর অভাবে, ভিসা ও চাকুরী হারাতে বসচ্ছে। এই সমস্যার তড়িৎ সমাধান প্রয়োাজন বলে আমি মনে করি। প্রবাসী কল্যান মন্ত্রী মহোদয় ফান্ড এর জন্য চিন্তিত, মন্ত্রনালয়ে সভা হচ্ছে, প্রবাসীরা তাতে কৃতজ্ঞতাও প্রকাশ করছে।এসব করে ফান্ড জোগাড় করতে গেলে এক মাস/ দুই মাসেও বিমান বন্দরে করোনা টেষ্ট প্রতিষ্ঠা করা যাবে না বলে মনে করি। তাই আমি প্রবাসীদের পক্ষ থেকে প্রস্তাব করছি,বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের সেপ্টেম্বর মাসের রেমিট্যান্স এর ২% প্রণোদনা বন্ধ করলে।মাসিক রেমিট্যান্স এর ২% তথা প্রায় ৪০ মিলিয়ন ডলারের মূলধন তৈরি হবে।এবং প্রবাসীদের এই প্রনোদনা খরচ করে দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্ট ল্যাব এর ব্যাবস্থা করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি।

আরো সংবাদ