স্বাধীনদেশ টেলিভিশন

পি কে হালদারের বান্ধবী শুভ্রা রানী ঘোষ বিমানবন্দরে গ্রেপ্তার

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পিকে হালদারের সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে তাকে হযরত শাহাজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

পি কে হালদারের ৪৪ জন সহযোগীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছিল দুদক। এই ৪৪ জনের মধ্যে রয়েছেন শুভ্রা রানী ও তার স্বামী ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস।

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে যাওয়ার অভিযোগ রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পি কে হালদারের বিরুদ্ধে।

পি কে হালদার ও তার কথিত দুই বান্ধবীসহ ৩৩ সহযোগীর বিরুদ্ধে ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। একই সঙ্গে পি কের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণী দাখিলের নোটিস ও ৪৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।

আরো সংবাদ