স্বাধীনদেশ টেলিভিশন

মেসিকে নেইমারের ফোন

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিতে পারেন লিওনেল মেসি। আর সে জন্য মেসি তার সাবেক সতীর্থ এবং বর্তমান পিএসজি তারকা নেইমারের সঙ্গে ফোনেও আলাপ করেছেন। এমন খবর প্রকাশ করেছে, ইংলিশ সংবাদ মাধ্যম ইএসপিএন।

বার্সেলোনা তারকা মেসি ফরাসি ক্লাবে যোগ দেওয়ার জন্য নেইমারের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছে বলে জানিয়েছে, সেই সংবাদমাধ্যম। তবে তাদের ফোনালাপে কী কথা হয়েছে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি ইএসপিএন।

সংবাদমাধ্যমটি দাবি করছে, ৩৩ বছর বয়সী মেসিকে পিএসজিতে আনতে বোর্ডের সঙ্গে কথাও বলছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর মেসির ইচ্ছায় বার্সায় ফিরতেও চান। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় পিএসজিতে থাকতে হয় নেইমারকে।

এদিকে এর আগে মেসির ইস্যুতে পিএসজি কোচ থমাস টুখেল বলেছিলেন, ‘এমন কোন কোচ আছেন, যিনি মেসিকে দলে পেতে চাইবে না।’ ফলে মেসিকে পিএসজিতে দেখার সম্ভাবনাও জোরালো হচ্ছে। এদিকে পিএসজির পক্ষ থেকে জানানো হচ্ছে, মেসির এজেন্ট, এই তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ রাখছে পিএসজি।

আরো সংবাদ