স্বাধীনদেশ টেলিভিশন

দুই দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার থেকে দুই দিনের জোড় ইজতেমা (ইজতেমার প্রস্তুতিমূলক সমাবেশ) শুরু হয়েছে।

তবে করোনা মহামারির কারণে এবারের ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নিতে পারবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ’, গাজীপুর জেলার সাতশ’, টাঙ্গাইল জেলার চারশ’ ও মানিকগঞ্জ জেলার চারশো মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন বলে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান।

বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেন। শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা যোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস জানান, এবাররে জোড় ইজতেমায় শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো সংবাদ