স্বাধীনদেশ টেলিভিশন

করোনাভাইরাস: ভারতে একদিনে মৃত্যু ৩৭৪১

ভারতে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৭৪১ জন। একইসময়ে নতুন আক্রান্ত পাওয়া গেছে দুই লাখ ৪০ হাজার ৮৪২ জন।

রবিবার (২৩ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২। এর মধ্যে শুধু মে মাসেই আক্রান্ত হয়েছে ৭৭ লাখ, এপ্রিলে ৬৬ লাখ।

অন্যদিকে, ভারত জুড়ে এখন পর্যন্ত প্রায় নয় হাজার মানুষ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়। এই মহামারি মোকাবেলায় ইতোমধ্যে ২৩ হাজার জরুরি ওষুধের ভায়াল বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। শনিবার (২২ মে) এ খবর দিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ সবচেয়ে বেশি গুজরাট রাজ্যে। এখানে রোগীর সংখ্যা দুই হাজার ২৮১ জন। এরপরে আছে মহারাষ্ট্র। ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগীর সংখ্যা এখন ১৯৭।

এ রোগের চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহৃত হয়। এই ওষুধের পর্যাপ্ত সরবরাহ নেই ভারতে। ঘাটতি মেটাতে দেশজুড়ে অন্তত ১১টি কোম্পানিকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে সরকার। ডাক্তাররা ধারণা করছেন, করোনা ঠেকাতে অপরিমিত স্টেরয়ডের ব্যবহারের ফলেই এখন ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ দেখা দিয়েছে। ডায়াবেটিস ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার করোনা রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসের সামনে বেশি অসহায়।

আরো সংবাদ