স্বাধীনদেশ টেলিভিশন

অলআউট শ্রীলঙ্কা ১০৫ রানে

আজ থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৫তম আসর।  উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।   

ভানুকা রাজাপাক্ষে, দানুশকা গুনাথিলাকা ও চামিকা করুণারত্ন ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

রাজাপাক্ষ ৩৮, করুণারত্নে ৩১ ও গুনাথিলাকা ১৭ রান করেন। ৭৫ রানে ৯ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা ১০৫ রান পর্যন্ত যেতে পেরেছে করুণারত্নের ব্যাটিংয়ের কল্যাণেই।

আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকী তিন উইকেট শিকার করেছেন। এছাড়া স্পিনার মুজিব-উর-রহমান জাদরান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন। রশিদ খান কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১২ রান দিয়েছেন।

দুদলের আজকের একাদশ

শ্রীলঙ্কা : দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও মাথিশা পাথিরানা।

আফগানিস্তান : হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান জাদরান ও ফজল হক ফারুকী।

আরো সংবাদ