স্বাধীনদেশ টেলিভিশন

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে ভারত

টানা প্রায় ৫ সপ্তাহ পর গেল একদিনে বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখের নিচে নেমে এসেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে ১ লাখ ৯১ হাজারের বেশি শনাক্ত হয়েছে। আর একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৩ জনের।  গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে ভারত।

দেশটিতে ৫৪ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছে।  দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ৮শ ৮০ জনের।  ব্রাজিলে একদিনে ৭শ ৭৫ জন প্রাণ হারিয়েছে।  শনাক্ত ২৩ হাজার ৩৮ জন। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু দাড়াল ১ লাখ ৮ হাজারের বেশি। আর মোট শনাক্ত ৩৩ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে একদিনে ৫শ ৮৯ জনের মৃত্যুতে দেশটিতে করোনায় মোট মৃত্যু ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। আর একদিনে প্রায় ৪১ হাজার মানুষ শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬ লাখ ১২ হাজার ছাড়িয়েছে।

কলোম্বিয়ায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২শ ৭৫ জন, আর মেক্সিকোতে ২শ ১৪ জন। এদিকে, ইরানে মৃত্যু হয়েছে ১শ ৬৫ জনের।

বিশ্বজুড়ে মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে মোট ৭ লাখ ৭৬ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। 

আরো সংবাদ