স্বাধীনদেশ টেলিভিশন

আজমানে আল বাহার রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান বলেছেন, ২০২১ সালের অক্টোবর মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য এক্সপো মেলাতে বাংলাদেশ প্যাভিলিয়ন থাকবে। সেখানে বাংলাদেশের নামিদামি কোম্পানিগুলো অংশগ্রহণ করে তাদের উৎপাদিত পণ্যসামগ্রী উপস্থিত করা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে বাংলাদেশী পণ্য। এতে একদিকে বাংলাদেশী পণ্যের প্রসার ঘটবে অন্যদিকে সুনাম বয়ে আনবে বাংলাদেশের।

তিনি আরো বলেন, দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই দেশের সম্মান আরো ব্যাপক ভাবে বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন প্রবাসী ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  সংযুক্ত আরব আমিরাতের  আজমানে  বাংলাদেশি মালিকানাধীন আল বাহার রেস্টুরেন্ট এলএলসির উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান সুমন, প্রতিষ্ঠানের স্পন্সর মনসুর শফিক,  দুবাই বাংলাদেশ বিজনেজ কাউন্সিলের  সিনিয়র সহ-সভাপতি আইউব আলী বাবুল,অধ্যাপক আব্দুস সবুর, সাইফুদ্দিন আহম্মেদ, মীর আহম্মেদ  সহ প্রমুখ।

আরো সংবাদ