স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট সার্ভিস দ্রুত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সার্ভিস যত দ্রুত ডেলিভারী করা যায় সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।

দুবাই এর বাণিজ্যিক কেন্দ্র নাইফ এলাকায় বাংলাদেশী মালিকানাধীন জে জি এস ফোকাস ইলেকট্রনিক্স ট্রেডিং এলএলসি এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান এই তথ্য জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৌরাভ হোসেন, বিশেষ অতিথি ডেপুটি কনস্যাল জেনারেল শহিদুল ইসলাম, মাওলানা ফজলুল কবির চৌধুরী, আহম্মেদ পারভেজ, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহেদ সারোয়ার, এমরান হোসেন নওশের হাওলাদারসহ প্রমুখ।

সাম্প্রতিক সময়ে অনেকেই ১৭ দিনের মধ্যে নবায়নকৃত পাসপোর্ট হস্থান্তর করা হয়েছে বলে জানান দুবাইতে নিয়োজিত বাংলাদেশ কন্স্যুলেটের কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

তিনি আরো বলেন, জরুরী পাসপোর্ট সেবার পুরনো যে নিয়ম ছিলো তা স্থানীয় ইমিগ্রেশন নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দুবাই কন্স্যুলেট দ্রুত পাসপোর্ট সার্ভিস প্রদান করে এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

পরে কন্স্যাল জেনারেল ও ডেপুটি কন্স্যাল জেনারেল গ্রীনডোম মোবাইল শপ ভিজিট করে বাংলাদেশী ব্যবসায়ীদের খবরা খবর নেন।

আরো সংবাদ