স্বাধীনদেশ টেলিভিশন

ইকামার মেয়াদ উত্তীর্ণ সৌদি প্রবাসীদের ফেরার আবেদন বন্ধ

ইকামার মেয়াদ উত্তীর্ণ সৌদি প্রবাসীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বুধবার (৭ অক্টোবর) থেকে বন্ধ হচ্ছে। সে কারণে আপাতত আর আবেদন গ্রহণ করা হবে না।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।

তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে।

আরো সংবাদ