স্বাধীনদেশ টেলিভিশন

চুয়েটে ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং’ কর্মশালা শুরু ৯ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ৯ থেকে ১০ ডিসেম্বর দুই দিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক প্রথম জাতীয় কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৯ ডিসেম্বর সকালে ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি থাকবেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. রেজাউল করিম, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রোভিসি অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

আরো সংবাদ