স্বাধীনদেশ টেলিভিশন

কিংবদন্তী ফুটবলার পাওলো রসি আর নেই

দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রসি। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড।

সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন ইতালির সাবেক এই ফুটবলার। তার মৃত্যুর খবর প্রথমে নিশ্চিত করেছে রসির কর্মস্থল ইতালিয়ান গণমাধ্যম রাই স্পোর্টস।

তবে, রসির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রসি। একই বছর ব্যালন ডি’অর-ও জিতেছিলেন তিনি।

ক্লাব ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার ইতালিতেই। য়্যুভেন্তাস ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোয় খেলেছিলেন তিনি। দু’বার সিরিআ’সহ ১৯৮৪ ইউরোপিয়ান কাপ জিতেছেন রসি।

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ইতালিতে।

আরো সংবাদ