স্বাধীনদেশ টেলিভিশন

সারজা রোলায় ‘রুকন আল মাসহুর সুপার মার্কেটের’ শুভ উদ্বোধন

সারজা প্রতিনিধি

বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ আরব আমিরাতের আইন-কানুন মেনে দেশের ভাবমর্যাদা উজ্জলে এবং দু’দেশের সুসম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম ।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তার অসীম সাহসিকতা, মনোবল ও নিরলস প্রচেষ্টায় আজ পদ্মাসেতুর নির্মাণ কাজও প্রায় শেষের দিকে।

তিনি বলেন, দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই দেশের সম্মান আরো ব্যাপকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন প্রবাসীরা।

গতকাল শুক্রবার  সারজা রোলা স্কয়ারে বাংলাদেশী মালিকানাধীন রুকন আল মাসহুর সুপারমার্কেট উদ্বোধনকালে তিনি  এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন  কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এস শফিকুল ইসলাম, দুবাই বিজনেস কাউন্সিলের সিনি: সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি সারজার সভাপতি  এম এ বাশার,  কাজী মোহাম্মদ আলী, জাবেদুল আলম মাসুম, প্রকৌশলী শহিদুল ইসলাম,  জাহাঙ্গীর আলম, প্রকৌশলী সুবুদ চৌধুরী, হাজী কামাল, শহিদুল ইসলাম, মোরশেদুল কাদের মুন্না, মোহাম্মদ কাইছার, মহিউদ্দিন ইকবাল, জিএম জাগিরদার, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইলিয়াস, নাসির উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন, ফরিদুল আলম, মোহাম্মদ মিজান, প্রকৌশলী এনামসহ প্রমুখ।

আরো সংবাদ