স্বাধীনদেশ টেলিভিশন

চীনে অনুমোদন পেলো প্রথম ভ্যাকসিন

চীনের রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোফার্ম এর তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই অনুমোদন দেয়া হয়।

ভ্যাকসিনটি কতটা কার্যকর সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিনোফার্ম। তবে সিনোফার্মের সহায়ক সংস্থা চীন ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) পক্ষ থেকে বুধবার (৩০ ডিসেম্বর) জানানো হয়, করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন ৭৯ শতাংশ কার্যকর।

অন্যান্য দেশের তুলনায় কিছুটা দেরিতেই ভ্যাকসিন অনুমোদন দিল। তবে সিনোফার্ম ছাড়া আরও তিনটি ভ্যাকসিন ট্রায়ালের শেষ পর্যায়ে আছে বলে জানানো হয়।

আগামী জুলাই নাগাদ দেশের বৃদ্ধ ও স্বাস্থকর্মীদের ভ্যাকসিন দেয়া সম্পন্ন করতে চায় চীন।

আরো সংবাদ