স্বাধীনদেশ টেলিভিশন

আফগানিস্তানে আবারও গুলি করে সাংবাদিক হত্যা

আফগানিস্তানে আবারও গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাতে দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এ নিয়ে দেশটিতে গত দুই মাসে ৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এখনও কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন ‘সাদা-ই-ঘোর রেডিও’এর প্রধান সম্পাদক। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাককে হত্যাচেষ্টা করা হয়েছিল।

ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ রয়টার্সকে জানিয়েছেন, বিসমিল্লাহ আদেল আইমাক ২০১৫ সাল থেকে সাদা-ই-ঘোর রেডিওতে কাজ শুরু করেন এবং পরে তিনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেন।

আদেল আইমাক হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আফগান সরকার স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে তালিবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

আরো সংবাদ