স্বাধীনদেশ টেলিভিশন

তৃতীয় দফায় দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা দিতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে অব্যাহত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুনতম অভিযোজিত বংশজ (স্ট্রেইন)। ফলে ইংল্যান্ড জুড়ে আরও কঠোর লকডাউন বিধিনিষেধ আরোপের তীব্র চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সম্পূর্ণ লকডাউনের ডাক দিয়েছেন দেশটির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টসহ প্রভাবশালী রাজনীতিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জেরেমি শিক্ষা প্রতিষ্ঠান, সীমানা এবং সামাজিক মেলামেশা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমান পরিস্থিতিকে গত শীতে কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ের সঙ্গেও তুলনা করেন। ওই সময় রোগীর চাপ সামলাতে বেশ সমস্যায় পড়েছিল দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা।

বিজ্ঞানীরা আবার বলছেন, দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া অভিযোজিত আরেকটি জীবাণু আরও মারাত্মক। এমনকি ইংল্যান্ডের কেন্ট অঞ্চলে পাওয়া ধরনটির চাইতেও এটি বেশি শক্তিশালী। এই অবস্থায় আজই লকডাউনের ব্যাপারে তার সিদ্ধান্তের ঘোষণা দেবেন বরিস জনসন।

দেশটিতে কোভিড-১৯ টিকাদান চলাকালেই লকডাউনের নতুন পদক্ষেপ নেওয়ার জোর সম্ভাবনা শোনা যাচ্ছে।

সূত্র: ইভনিং স্ট্যান্ডার্ড

আরো সংবাদ