স্বাধীনদেশ টেলিভিশন

পর্তুগালে করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

পর্তুগালে করোনা আক্রান্ত হয়ে এক বাংলাদেশি যুবক মারা গেছে। তার নাম ওসমান গনি (৩৩)।

জানা গেছে, নিহত ওসমানের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।

স্থানীয় বাংলাদেশিরা জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পর্তুগালের রাজধানী লিসবনে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। তবে রোববার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তিনি স্থানীয় আলমাদা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, দেশের বাড়িতে ওসমান গনির স্ত্রী এবং নবাগত এক পুত্রসন্তান রয়েছে। নবাগত পুত্রসন্তান দেখার জন্য বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন অবস্থায় তিনি মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বর্তমান করোনা মহামারী পরিস্থিতি এবং পর্তুগালের অধিক সংক্রমণ পরিস্থিতির মাঝে মরহুমের লাশ বাংলাদেশে পরিবারের নিকট পাঠানো সম্ভব হবে না বলে জানা গেছে।

ওসমান গনির মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ পর্যন্ত করোনায় পর্তুগালে শিশুসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

আরো সংবাদ