স্বাধীনদেশ টেলিভিশন

এবার করোনাভাইরাস মোকাবিলায় শতভাগ কার্যকরী ওষুধ তৈরির দাবি

টিকার পর এবার করোনাভাইরাস মোকাবিলায় শতভাগ কার্যকরী ওষুধ তৈরির দাবি করেছে যুক্তরাষ্ট্রে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেজেনরন ফার্মাসিউটিক্যালস।

তারা জানায়, দুটি অ্যান্টিবডির ককটেল করোনাভাইরাসের সংক্রমণের সম্ভাবনা ৫০ শতাংশ কমিয়ে ফেলে।

প্রাথমিক ফলের ওপর ভিত্তি করে এই দাবিকরা হচ্ছে। এখনও নিশ্চিত করার মতো অবস্থা থৈরি হয়নি। চলতি বছর দ্বিতীয়ার্ধে শুরু হবে এই ধাপ। তবে কোম্পাটির দাবি, তারা সংক্রমণের শেকল ভাঙতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান বিজ্ঞানী জজং ইয়ানকুপুলস বলেন, ভ্যাকসিনের পরও লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত রয়েছেন। তাদের থেকেও কাছের মানুষদের দেহে ভাইরাসের সংক্রমণ হচ্ছে।  তিনি বলেন, রেজেন কোভ অ্যান্টিবডি ককটেল এই সংক্রমণের শেকল ভাঙতে পারে। ভ্যাকসিনের ক্ষেত্রে সুরক্ষা পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

রেজেনরেনের গবেষণায় ৪০০ জন অংশগ্রহণ করে। দুটি অ্যান্টিবডির মিশেলে তৈরি এই ওষুধ সার্স কোভ-২ সংক্রমণ রোধে সক্ষম।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই ওষুধেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই ওষুধ মূলত যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য তৈরি করা। তবে টিকার পরও যাদের অ্যান্টিবডি শক্তিশালী হবে না তারাও এই ওষুধ নিতে পারবেন। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও এই ওষুধ পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাজ্যের ১৭৪টি হাসপাতালের ২ হাজার রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে।

সূত্র: স্কাই নিউজ

আরো সংবাদ