স্বাধীনদেশ টেলিভিশন

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে কাতারে

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের আর তিনটি ম্যাচ বাকি ছিল। ওমান, আফগানিস্তান এবং ভারত এই তিন দলের বিপক্ষে স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে খেলা হচ্ছে না লাল-সবুজ জার্সিধারীদের।

করোনার কারণে হোম-অ্যাওয়ে পদ্ধতি বাদ দিয়ে নতুন নিয়ম করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন নিয়মে প্রতিটি গ্রুপের বাকি খেলাগুলো একটি দেশে অনুষ্ঠিত হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘ই’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাতারে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, কাতার, ভারত, ওমান ও আফগানিস্তান। এই ম্যাচগুলো ৩১ মে থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ জুন।

এএফসি ঘোষিত নতুন ফিকশ্চার অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ জুন জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভারত। আর ১৫ জুন বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে।

বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জামাল ভূঁইয়ারা চারটিতে হেরেছে ও একটিতে হেরেছে। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে তথা সবার নিচে আছে বাংলাদেশ দল। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।

আরো সংবাদ