স্বাধীনদেশ টেলিভিশন

কাতারে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

কাতারে প্রথমবারের মতো করোনায় একদিনে রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে। এরআগে গত বছরের ১৯ জুন দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছিল।

বুধবার (৭ এপ্রিল) আটজন ও মঙ্গলবার (৬ এপ্রিল) ছয়জনের মৃত্যু হয়েছে। দুদিনে দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার আক্রান্তদের সংখ্যা ৯৪০ জনে দাঁড়িয়েছে। এনিয়ে দেশটিতে এক লাখ ৮৬ হাজার ২০১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৬৭ হাজার ৪৮০ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন ১৮ হাজার ৪০১ জনের মধ্যে ৪২৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। কাতারের স্বাস্থ্যবিধ সঠিকভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতারে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষকে করোনা টিকা নিয়েছেন। টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ হাজারের বেশি। এ পর্যন্ত ৪০ বাংলাদেশিসহ করোনায় প্রাণ হারিয়েছেন ৩২০ জন।

আরো সংবাদ