স্বাধীনদেশ টেলিভিশন

২০ হাজার কর্মী আটকা, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চালুর দাবি

চলমান লকডাউনে দেশে আটকে পড়া মধ্যপ্রাচ্যগামী প্রায় ২০ হাজার প্রবাসী কর্মীকে কর্মস্থলে পাঠাতে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় ফ্লাইট চালুর দাবি জানিয়েছে অ‌্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মনছুর আহমেদ কালাম।

এসময় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানসহ আটাব ও ট্রাভেল এজেন্ট মালিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ