স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতে বাড়ির দাম সাত বছরে সর্বোচ্চ

এই বছরের প্রথম প্রান্তিকে দুবাইয়ে বাড়ির দাম ২০১৫-পরবর্তী সর্বোচ্চে দাঁড়িয়েছে। নাইট ফ্রাঙ্কের সাম্প্রতিক জরিপে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দুবাইয়ে বাড়ির দাম পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের চেয়ে ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে, ২০১৫ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ। ২০২১ সালেও বাড়ির দাম বেড়েছিল ১০ দশমিক ৬ শতাংশ

গত বছর থেকেই যে দুবাইয়ের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে সাম্প্রতিক উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। আবাসন খাতের বৈশ্বিক পরামর্শক সংস্থা নাইট ফ্র্যাঙ্ক জানায়, গত ১২ মাসে পাম জুমেইরাহ, এমিরেটস হিলস ও জুমেইরাহ বে আইল্যান্ডের মতো প্রাইম জোনে বাড়ির দাম ৫৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

সরবরাহের জায়গা থেকে ২০২৫ সালের মধ্যে বাজারে আরো এক লাখ ইউনিটের বেশি বাড়ি যুক্ত হবে বলে জানায় নাইট ফ্র্যাঙ্ক। ২০২২ সালের বাকি সময়ের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে।

২০২৫ সালের মধ্যে নির্মিত বাড়ির ২৫ শতাংশ বিলাসবহুল ভিলা হবে বলে পূর্বাভাস নাইট ফ্র্যাঙ্কের।

আরো সংবাদ