স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে মোট করোনা রোগী ১৫৪৯১

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৯ জন; এর মধ্যে ৯৬ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৪৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮৯৯ জন নগরের ও ৪ হাজার ৫৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৬ জন; এর মধ্যে ১৭১ জন নগরের ও ৭৫ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৫ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন করোনা রোগী।

আরো সংবাদ