স্বাধীনদেশ টেলিভিশন

শুটিংয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন বাকি

শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি।

রবিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রথমদিনে ছেলেদেরে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন দেশ সেরা এই শুটার। বাকি স্কোর করেন ৬১৭.৩।

৬৩০.৯ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতেছেন জাপানের নায়ো ওকাদা। আর ৬২৩.৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন ভারতের শাহু তুষার মানে।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ছয়জনের মধ্যে পঞ্চম হয়েছন তিনি। তার স্কোর ছিল ৬১৬.৪ পয়েন্ট।

মেয়েদের এই ইভেন্টে ভারতের ইলাভেরিন ভালারিভান ৬২৭.৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। ৬২২.৬ পয়েন্ট স্কোর করে রুপা জিতেছেন জাপানের শিরোই হিরাতা। আর ইন্দোনেশিয়ার শুটার বিদ্যা রাফিকা রহমাতান৬২১.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।

আরো সংবাদ