স্বাধীনদেশ টেলিভিশন

এক বছরে ২২টি বন্যহাতির মৃত্যু

গত এক বছরে দেশে প্রায় ২২টি বন্যহাতির মৃত্যু হয়েছে। আর এই হাতিগুলোর বেশিরভাগই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হাতি রক্ষায় ‘প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলন’ এর ব্যানারে মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচিতে এসব অভিযোগ করেন বন্যপ্রাণি গবেষকরা।

এভাবে হাতি হত্যা করা হলে শিগগিরই দেশ থেকে প্রাণীটি বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তারা।

চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যহাতি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ