স্বাধীনদেশ টেলিভিশন

চসিক নির্বাচন : প্রেরণার ভোট দিলেন ১১৫ বছরের বৃদ্ধা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে খুলশী থানাধীন ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে প্রেরণার ভোট দিয়েছেন ১১৫ বছর বয়সী বৃদ্ধ হজরুন নেসা।

এই বয়সে ওই কেন্দ্রে ভোট দিতে আসার পর হজরুন নেসাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।

ভোট দিতে আনন্দ লাগে জানিয়ে হজরুন নেসা বলেন, ‘ভোট দিতে আনন্দ লাগে। পাকিস্তান আমল থেকে ভোট দিচ্ছি। প্রতিবার যোগ্য প্রার্থীকে ভোট দিই। এখানে সংঘর্ষ হয়েছে জানি, জীবনের শেষ বয়স। জীবনের মায়া নেই। ভয় লাগে না। ভয় পেলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। তাই সংঘর্ষ, মারামারির মধ্যেও নিজের ভোট দিলাম।’ তিনি জানান, আমবাগান এলাকায় মেয়ের কাছে থাকেন তিনি। তার দুই মেয়ে, দুই ছেলে। এক ছেলে মারা গেছেন।

প্রসঙ্গত, নগরীর এই কেন্দ্রে বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী সহিংসতার জেরে গুলিবিদ্ধ হয়ে  প্রাণ হারালেন আলাউদ্দিন নামের এক যুবক। তিনি নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুরের অনুসারী।

আরো সংবাদ