স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিল ১০ হাজারের বেশি

গণ টিকাদান কর্মসূচির চতুর্থ দিনে চট্টগ্রামে ১০ হাজার ৩২৬ জন কোভিড-১৯ টিকা নিয়েছে।

বুধবার নগরীর ১২টি কেন্দ্র এবং ১৪ উপজেলায় এসব টিকা দেওয়া হয় বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, বুধবার ১৪ উপজেলায় চার হাজার ৯৮৪জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন টিকা নিয়েছেন।

উপজেলায় টিকা গ্রহীতাদের মধ্যে তিন হাজার ৪২০ জন পুরুষ এবং এক হাজার ৫৬৪ জন নারী। নগরীতে তিন হাজার ৬১২ জন পুরুষ এবং এক হাজার ৭৬৬ জন নারী টিকা নিয়েছেন।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন এক হাজার ৫৯৭ জন। জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন এক হাজার ২১৮জন।

এছাড়া চসিক জেনারেল হাসপাতালে ৯১৫ জন, বিমান বাহিনী হাসপাতালে ১০০ জন, নৌবাহিনী হাসপাতালে ৫৫০ জন, সিএমএইচে ১৩০, বিএমএতে ২০০, পুলিশ হাসপাতালে ২৪৯ জন, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ২২০ জন, বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে ১২৪ জন এবং ছাফা মোতলেব মাতৃসদন হাসপাতালে ৭৫ জন টিকা নেন।

বুধবার পর্যন্ত চার দিনে চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন।

চট্টগ্রামের জন্য প্রথম ধাপে চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে।

আরো সংবাদ