স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম শপথ পাঠ করান।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন। তারা আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী। কাউন্সিলর পদে বিএনপির কোন প্রার্থী বিজয়ী হননি।

চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে নির্বাচন হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।

আরো সংবাদ