স্বাধীনদেশ টেলিভিশন

চমেক হাসপাতালে গাছ পড়ে আহত সেই পান বিক্রেতা নারী আর নেই

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ভেঙে পড়া গাছের চাপায় গুরুতর আহত সেই পান বিক্রেতা আয়েশা বেগম (৪৮) মারা গেছেন।

বুধবার (১০ মার্চ) রাত ১১ টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।

এর আগে রাত ৮টায় জরুরি বিভাগের সামনে বিকট শব্দে গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়লে এ ঘটনা ঘটে। এতে আধঘণ্টা বন্ধ থাকে পুরো মেডিকেলের বিদ্যুৎ সংযোগ। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে পুনরায় সংযোগ চালু করলেও বন্ধ থাকে জরুরি বিভাগসহ দুটি ভবনের বিদ্যুৎ ব্যবস্থা। এ সময় জেনারেটরের সহায়তায় জরুরি বিভাগের কার্যক্রম চলমান রাখা হয়।

প্রত্যক্ষদর্শী বাহার জানান, রাত ৮টার দিকে বিকট শব্দে জরুরি বিভাগের সামনে ‘মরা’ পাহাড়ি গাছটা ভেঙে পড়ে। এর নিচে বসে পান বিক্রি করা আয়েশা বেগম চাপা পড়ে গুরতর আহত হয়। সাথে সাথে বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। পড়ে আহত ওই নারীকে উদ্ধার করে মেডিকেলের ২৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এ সময় তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। গাছটির ডালের আঘাতে বিদ্যুৎতের একটি খুঁটি ভাঙায় জরুরি বিভাগের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘জরুরি বিভাগের সামনের বড় গাছটি হঠাৎ ভেঙে পড়ে। গাছটির নিচে চাপা পড়ে আয়েশা বেগম (৪৮) নামে এক নারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মারা যায় আয়েশা বেগম। এছাড়া এতে একটি বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে পুরো মেডিকেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও আধঘণ্টা পর সংযোগ চালু করা হয়। উদ্ধার কাজ শেষ করে নতুন সংযোগ দেয়ার আগ পর্যন্ত জরুরি বিভাগে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে না বলে জানায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে জেনারেটরের সহায়তায় জরুরি বিভাগের কার্যক্রম চালানো হচ্ছে।’

আরো সংবাদ